আজ ঈদ (ছিল ?)।
আমি ঈদে বাইরে যাই না। গত ব্লগটাতেই এ নিয়ে বেশ কথা লেখা হয়েছে। তবু আজ আমার যাওয়া হলো।
গতকাল ব্লগটা লেখার সময়ই মনে হচ্ছিলো যে আজ ঈদ হবে। তা-ই হলো। আর, লিখেছিলাম যে বন্ধুদের সাথে দেখা করবো না, কারণ তাদের মজাও মাটি হবে, মাটি হবে আমারটাও। কিন্তু আজ দেখা হলো, বন্ধুর বাসায় যাওয়া হলো এবং-। এবং ভালোই লাগলো !
সকালে উঠে আটটার সময় এক গ্লাস পানি খেয়ে রোজা (!) ভাঙলাম। তারপর বড়াপু সেমাই টেস্ট করতে বললো, আমি এক চামচ খেয়ে বললাম- পারফেক্টো ! মেজাপু বললো- তোমরা তো বেশি মিষ্টি খাও, একটু সহনীয় মাত্রায় দাও, যেনো আমরাও খেতে পারি।
বড়াপু রান্নাঘর থেকে জবাব দিলো- সবসময় গণতন্ত্র ভালো না।
যাকগে, আমি তারপর বেশ সময় নিয়ে একগাদা পিঁয়াজ-রসুন-আদা ব্লেন্ড করে চোখ দিয়ে পানি বের করে ফেললাম। তারপর-।
তারপর দরজায় নক শুনে আম্মু গিয়ে বললো- কে ?
আমি গিয়ে দরজা খুললাম- সিফাত আর নাহিয়ান।
সিফাত ! নাহিয়ান ! আমার বাসায় !
ঘরে বসালাম। ঘটনা হলো, সকালে সজীব আমাকে ফোন দিয়ে বলেছিলো ফয়জুলের বাসায় যাবো কিনা। আমি না করায় বেশ রাগ দেখিয়ে বললো- "যাবে কি যাবে না বলো। তুমি না গেলে আমরাও আর কখনো তোমার বাসায় যাবো না।" তখন সে বসে বসে দুলাভাইয়ের সাথে Fast Track মুভি দেখছে। আমি কেঁচো মানুষ- বড় অস্বস্তি সহকারেই না করে দিলাম; বাইরে যাওয়া ধাতে সয় না। পরে সজীব হারম্যানের সামনে দাঁড়িয়ে সিফাত আর নাহিয়ানকে ফোনে বলেছে হারম্যানের সামনে যেতে। ওরা দু'জনেই কী করে ভুল শুনলো কে জানে- ওরা মাসুদের বাসায় চলে এলো !
আমার বাসায় বসে সিফাত ফোনে সজীবকে বলছে- হ্যালো সজীব, আমি তো মাসুদের বাসায়।
সজীব ফোন কেটে দিলো। সিফাত বললো- রাগ হয়েছে।
বেচারা ! আমি তখন তার দুটো নাম্বারেই ফোন দিলাম। কিন্তু ফোন বন্ধ ! বাপরে কী রাগ ! Angry Birds এর মতো ! একটু পরে ফোন দিয়ে আমাকে বলছে- ভাই দরজা খোলেন।
দরজা খুলে সজীবের চেহারার দিকে ভালোভাবে ঠাহর করলাম। বডি ল্যাঙ্গুয়েজের বইয়ে কী যেনো পড়েছিলাম... !
যাহোক, ওসব বিদ্যা কাজে লাগাবার আগেই চেহারা দেখে উনার রাগের মাত্রা নির্ণয় করা শুরু করলাম- কী ব্যাপার ভাই, মোবাইল বন্ধ করে দিলেন নাকি তখন ?
"মোবাইল ছুঁড়ে মারসিলাম।"
হা হা হা... আমি হলে জীবনেও মোবাইল ছুঁড়ে ফেলতে পারতাম না। তাও আবার রাস্তায় ! পরে আবার ফোন তুলে নিয়ে আমাকে ফোন দিয়েছে। আমি বললাম- ঠিক আছে ভাই, আমি যাবো।
তারপর...। যীনাতের কাছ থেকে অনুমতি (ইহা সাধারণ অর্থে নয়) নিয়ে বাইরে বেরোলাম। ফয়জুলের বাসায় বেশ খাওয়া দাওয়া করলাম। আমি, নাহিয়ান, সজীব, ফয়জুল। যাক- it didn't go in vain- ভালোই লাগলো। তাহলে এই সিদ্ধান্তে আসা যায় যে এই ব্যক্তিগুলোকে সমালোচনা থেকে বাদ দেয়া যায়। :)
পুডিং, ন্যুডলস, চপ, রোস্ট, পোলাও, সেমাই, চটপটি...
বাহ ! এ যে একেবারে 'ঈদ' !
(ভালো কথা, এর মাঝে জাকির বাসায় আমাদের বসা হয়েছিলো, সেখানে চটপটি, জর্দা আর সফট ড্রিংকস খাওয়া হলো। পরে দেরী হওয়ায় সিফাত আর ফয়জুলের বাসায় যায় নি।)
এইতো, আরকি !
এটুকুতেই আমার বেশ ঈদ হয়ে গেলো- শিডিউলের বাইরে কয়েকজন বন্ধুর সাথে বাইরে বেরিয়ে আরেক বন্ধুর বাসায় যাওয়া, বসা, খাওয়া, দু-মিনিট গল্প করা, তারপর ঘর্মাক্ত শরীরে বাসায় ফেরা ! ব্যস, শেষ।
এদিকে সজীবের বিশাল শিডিউল- সকালে কলেজের বন্ধু, বিকেলে স্কুলের বন্ধু, তারপর স্টার সিনেপ্লেক্স (!!!), তারপর আরও কত কী কে জানে !
নাহিয়ানের শিডিউলগুলো জানা হয় নি, কিন্তু সেও ব্যস্ত...।
আমি বাসা থেকে দু-কদম বাইরে বেরিয়েই এসে এত বড় ব্লগ লিখে ফেললাম। ওদের মত দুনিয়া চষে বেড়ালে আর ব্লগানো সম্ভবপর হতো না।
আমার বাসায় আত্মীয়-স্বজন এসেছে এইমাত্র ! তাহলে ব্লগটা এখানেই মুড়ানো ঠিক হলো না।
যাকগে, ব্যাপার না। আরেকদিন হবে :)
সবাইকে ঈদ মোবারক !
নূরে আলম,
অগাস্ট ৩১, ২০১১।
আমি ঈদে বাইরে যাই না। গত ব্লগটাতেই এ নিয়ে বেশ কথা লেখা হয়েছে। তবু আজ আমার যাওয়া হলো।
গতকাল ব্লগটা লেখার সময়ই মনে হচ্ছিলো যে আজ ঈদ হবে। তা-ই হলো। আর, লিখেছিলাম যে বন্ধুদের সাথে দেখা করবো না, কারণ তাদের মজাও মাটি হবে, মাটি হবে আমারটাও। কিন্তু আজ দেখা হলো, বন্ধুর বাসায় যাওয়া হলো এবং-। এবং ভালোই লাগলো !
সকালে উঠে আটটার সময় এক গ্লাস পানি খেয়ে রোজা (!) ভাঙলাম। তারপর বড়াপু সেমাই টেস্ট করতে বললো, আমি এক চামচ খেয়ে বললাম- পারফেক্টো ! মেজাপু বললো- তোমরা তো বেশি মিষ্টি খাও, একটু সহনীয় মাত্রায় দাও, যেনো আমরাও খেতে পারি।
বড়াপু রান্নাঘর থেকে জবাব দিলো- সবসময় গণতন্ত্র ভালো না।
যাকগে, আমি তারপর বেশ সময় নিয়ে একগাদা পিঁয়াজ-রসুন-আদা ব্লেন্ড করে চোখ দিয়ে পানি বের করে ফেললাম। তারপর-।
তারপর দরজায় নক শুনে আম্মু গিয়ে বললো- কে ?
আমি গিয়ে দরজা খুললাম- সিফাত আর নাহিয়ান।
সিফাত ! নাহিয়ান ! আমার বাসায় !
ঘরে বসালাম। ঘটনা হলো, সকালে সজীব আমাকে ফোন দিয়ে বলেছিলো ফয়জুলের বাসায় যাবো কিনা। আমি না করায় বেশ রাগ দেখিয়ে বললো- "যাবে কি যাবে না বলো। তুমি না গেলে আমরাও আর কখনো তোমার বাসায় যাবো না।" তখন সে বসে বসে দুলাভাইয়ের সাথে Fast Track মুভি দেখছে। আমি কেঁচো মানুষ- বড় অস্বস্তি সহকারেই না করে দিলাম; বাইরে যাওয়া ধাতে সয় না। পরে সজীব হারম্যানের সামনে দাঁড়িয়ে সিফাত আর নাহিয়ানকে ফোনে বলেছে হারম্যানের সামনে যেতে। ওরা দু'জনেই কী করে ভুল শুনলো কে জানে- ওরা মাসুদের বাসায় চলে এলো !
আমার বাসায় বসে সিফাত ফোনে সজীবকে বলছে- হ্যালো সজীব, আমি তো মাসুদের বাসায়।
সজীব ফোন কেটে দিলো। সিফাত বললো- রাগ হয়েছে।
বেচারা ! আমি তখন তার দুটো নাম্বারেই ফোন দিলাম। কিন্তু ফোন বন্ধ ! বাপরে কী রাগ ! Angry Birds এর মতো ! একটু পরে ফোন দিয়ে আমাকে বলছে- ভাই দরজা খোলেন।
দরজা খুলে সজীবের চেহারার দিকে ভালোভাবে ঠাহর করলাম। বডি ল্যাঙ্গুয়েজের বইয়ে কী যেনো পড়েছিলাম... !
যাহোক, ওসব বিদ্যা কাজে লাগাবার আগেই চেহারা দেখে উনার রাগের মাত্রা নির্ণয় করা শুরু করলাম- কী ব্যাপার ভাই, মোবাইল বন্ধ করে দিলেন নাকি তখন ?
"মোবাইল ছুঁড়ে মারসিলাম।"
হা হা হা... আমি হলে জীবনেও মোবাইল ছুঁড়ে ফেলতে পারতাম না। তাও আবার রাস্তায় ! পরে আবার ফোন তুলে নিয়ে আমাকে ফোন দিয়েছে। আমি বললাম- ঠিক আছে ভাই, আমি যাবো।
তারপর...। যীনাতের কাছ থেকে অনুমতি (ইহা সাধারণ অর্থে নয়) নিয়ে বাইরে বেরোলাম। ফয়জুলের বাসায় বেশ খাওয়া দাওয়া করলাম। আমি, নাহিয়ান, সজীব, ফয়জুল। যাক- it didn't go in vain- ভালোই লাগলো। তাহলে এই সিদ্ধান্তে আসা যায় যে এই ব্যক্তিগুলোকে সমালোচনা থেকে বাদ দেয়া যায়। :)
পুডিং, ন্যুডলস, চপ, রোস্ট, পোলাও, সেমাই, চটপটি...
বাহ ! এ যে একেবারে 'ঈদ' !
(ভালো কথা, এর মাঝে জাকির বাসায় আমাদের বসা হয়েছিলো, সেখানে চটপটি, জর্দা আর সফট ড্রিংকস খাওয়া হলো। পরে দেরী হওয়ায় সিফাত আর ফয়জুলের বাসায় যায় নি।)
এইতো, আরকি !
এটুকুতেই আমার বেশ ঈদ হয়ে গেলো- শিডিউলের বাইরে কয়েকজন বন্ধুর সাথে বাইরে বেরিয়ে আরেক বন্ধুর বাসায় যাওয়া, বসা, খাওয়া, দু-মিনিট গল্প করা, তারপর ঘর্মাক্ত শরীরে বাসায় ফেরা ! ব্যস, শেষ।
এদিকে সজীবের বিশাল শিডিউল- সকালে কলেজের বন্ধু, বিকেলে স্কুলের বন্ধু, তারপর স্টার সিনেপ্লেক্স (!!!), তারপর আরও কত কী কে জানে !
নাহিয়ানের শিডিউলগুলো জানা হয় নি, কিন্তু সেও ব্যস্ত...।
আমি বাসা থেকে দু-কদম বাইরে বেরিয়েই এসে এত বড় ব্লগ লিখে ফেললাম। ওদের মত দুনিয়া চষে বেড়ালে আর ব্লগানো সম্ভবপর হতো না।
আমার বাসায় আত্মীয়-স্বজন এসেছে এইমাত্র ! তাহলে ব্লগটা এখানেই মুড়ানো ঠিক হলো না।
যাকগে, ব্যাপার না। আরেকদিন হবে :)
সবাইকে ঈদ মোবারক !
নূরে আলম,
অগাস্ট ৩১, ২০১১।
valoi moja hoise mone hosse!
উত্তরমুছুনআমাকে নিয়ে কি সব লিখেছেন?? মামলা দেব!
উত্তরমুছুনভালোই হয়েছিলো বিবর্ণ, শুধু তুমি আসলে আরেকটু ভালো হতো...।
উত্তরমুছুন@ যীনাত: কই, তোমাকে নিয়ে আবার কী লিখলুম ?
vul.shob vul!tomar chinta chetona.
উত্তরমুছুনভালোই তো গেলো ঈদ
উত্তরমুছুনআমার চিন্তা চেতনা ভুল ? চিন্তা ভুল হলে তাও মানা যেতো, চেতনাও ভুল ? ;)
উত্তরমুছুন@ স্বপ্নচারী, কার ঈদ ভালো গেলো ? আপনার না আমার ?
হ হ.... বুঝছি। ভালোই পার করসো ঈদ (যেন আমার ব্লগ পড়ে সেটা জানতে হয়.... হা হা হা...)।
উত্তরমুছুনআমি বলি কী, গিয়ানমূলকের চেয়ে দিনলিপি ভালো। কম ভারি, সহজে হজমযোগ্য।
আমি বলি কী, গিয়ানমূলকের চেয়ে দিনলিপি ভালো। কম ভারি, সহজে হজমযোগ্য। হাহাহা। মজা পেলুম।
উত্তরমুছুন@মাসুদ ভাই, আপনার আপনার। আমার কথা বলি নাই কোথাও :)
হুম... ঈদ ভালোই গেলো। ঈদের পরের দিনও ভালোই গেলো। তার পরের দিনও ভালোই।
উত্তরমুছুনআপনার ঈদ কেমন হলো ?