আমার ছাত্র সাজিদ। ক্লাস এইটে পড়ে, মনিপুর স্কুলে। আমি তাকে ইংরেজী পড়াই। এক বছর হলো পড়াচ্ছি।
M : -- হুম। আমার মতামুতি.... ঃপ :p
আমি -- হা হা হা.... হি হি হি... হো হো হো... :D :P
বাসায় এসে প্রথমে সে চেয়ারে বসে। আমি হয়তো বলি -- একটু বসো, আমি নামাজটা পড়ে আসি। কিংবা, এখনও ভাত খাই নি ভার্সিটি থেকে এসে, আমি একটু খেয়ে আসি। সে বসে পত্রিকা দেখতে থাকে। তারপর আমি আরেকটা চেয়ার নিয়ে আসি। টেবিলের এক পাশে রেখে বসি। আমি বসামাত্রই সে "হাহ....." করে দম ছাড়ে। এটা ঘটবেই। এমন নয় যে সে ক্লান্ত, কয়েক মিনিট পথ হেঁটে এসেছে, চেয়ারে বসে দম ছাড়ছে। কিন্তু না -- আমি দশ মিনিট পরেই আসি কি সাজিদ চেয়ারে বসবার পরপরই আমার চেয়ারে বসি -- সে দম ছাড়বেই ! তার এই দম ছাড়ার বিষয়টি আমার চেয়ার বসার সাথে সম্পর্কিত। মাঝে মাঝে এমন হয় -- আমি হয়তো খেয়াল করি নাই ও দম ছাড়লো কিনা, আমি হঠাৎ জিজ্ঞাসা করি -- কী ব্যাপার, আজকে সাজিদ দম ছাড়লে না ? তখন সে হেসে বলে -- হুম, ছাড়সি। :D
এবার আমার ঘটনা। সেদিন গুগলে চ্যাটিং হচ্ছে কম্পিউটার এঞ্জিনিয়ারিং এর এক ছাত্রীর সাথে। সে নতুন নতুন বাংলা লেখা শিখেছে। আমি বাংলায় চ্যাটিং শুরু করেছি দেখে সেও আমাকে "দেখিয়ে" দেবার জন্য বাংলায় রিপ্লাই দেওয়া শুরু করলো। তারপর আমাদের কনভার্সেশান এমন :
এবার আমার ঘটনা। সেদিন গুগলে চ্যাটিং হচ্ছে কম্পিউটার এঞ্জিনিয়ারিং এর এক ছাত্রীর সাথে। সে নতুন নতুন বাংলা লেখা শিখেছে। আমি বাংলায় চ্যাটিং শুরু করেছি দেখে সেও আমাকে "দেখিয়ে" দেবার জন্য বাংলায় রিপ্লাই দেওয়া শুরু করলো। তারপর আমাদের কনভার্সেশান এমন :
M : -- পড়া লেখা কেমন চলছে ?
আমি -- ইন্টিগ্রাল ক্যালকুলাস ছাড়া বাকিগুলো ভালোই। তোমার ?M : -- হুম। আমার মতামুতি.... ঃপ :p
আমি -- হা হা হা.... হি হি হি... হো হো হো... :D :P
আমার হাসা শেষ। এবার আপনারা হাসুন। (বি:দ্র: সে ফোনেটিকে লিখেছে)
অস্বস্তিকর ঘটনা বলি। আপনি দূর থেকে দেখছেন "অমুক" আপনমনে নাকে অঙ্গুলি চালনা করছে। তারপর আপনার সাথে চোখাচোখি হলো, আপনি এগিয়ে গেলেন বা সে এগিয়ে এলো, তারপর ভদ্রতা দেখিয়ে করলেন হ্যান্ডশেইক !
ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে, গেস্ট আছেন একজন। গেস্ট অতি ভদ্র মানুষ। আপনি নিজের জন্য আরেক চামচ ভাত তুলছেন, আর গেস্ট বললো -- না না, আর দেবেন না। তখন কী আর করা -- তাকেই দিয়ে দিলেন। :D
বাসের সিটে বসে আছেন। শা*** কন্ডাক্টর ঠেসে ঠেসে লোক উঠিয়েছে। গায়ের উপর এসে পড়ছে প্রায়। আপনার ঠিক সামনেই একটা ছেলে, প্রায় নেমে যাওয়া জিন্স পরে বেশ করে দাঁড়িয়ে আছে ! তার অত্যাধুনিকতা দেখে ইচ্ছে হচ্ছে কষে লাথি বসাই -- কিন্তু সম্ভব হচ্ছে না ! :$
আমার ছাত্রী তন্বী। আমি তাকে ইংরেজী পড়াই। টাইমলাইন এঁকে টেনস পড়াচ্ছি, এমন সময় অপ্রাসঙ্গিক প্রশ্ন -- কলা ভেরি অর্থ কী ? !!! আমি বললাম -- জিঘাংসা। তারপর বুঝিয়ে দিলাম জিঘাংসা অর্থ কী। আর যেহেতু আমি ইংরেজীর শিক্ষক, তাই সাথে তার ইংরেজীটাও বলে দিলাম। তারপর একদিন : আমি পড়াচ্ছি : "I've read রবীন্দ্রনাথ।" কিংবা "I've read নজরুল" মানে হলো, আমি নজরুল, রবীন্দ্রনাথের উপন্যাস, গল্প, এগুলো পড়েছি। তখন সে আমাকে জিজ্ঞাসা করছে -- উপন্যাস কী ? এটা কি ভালোবাসার গল্প ?
আমি বললাম -- ঠিক তা নয়, উপন্যাস হলো বড় ধরণের গল্প।
আমাকে ইউনিভার্সিটিতে CSE 212 জিজ্ঞাসা করছে -- এই মাসুদ, কলাভেরি অর্থ কী ?
আমি বললাম -- এটা তামিল শব্দ, অর্থ হচ্ছে -- rage.
-- rage অর্থ কী ?
-- rage অর্থ জিঘাংসা।
-- জিঘাংসা মানে কি কৌতুহল ?
আমি কী বলবো তখন !
আমার দুই বন্ধুকে আমি বারকয়েক বলেছি, তারা যেনো আমার কাছে ইংরেজী পড়তে বসে, কারণ তাদের ইংরেজীতে এমন সব ভুল হয় যা অপমানজনক। সেদিন তারা আমার কাছে এসেছে। আমি প্রথমেই দুজনকে দুটো কাগজ হাতে ধরিয়ে বসিয়ে দিলাম -- যত verb মনে আসে, লেখো। একজনের লেখার গতি আরেকজনের অর্ধেক। কারণ তার মাথায় তখন বিয়ের দাওয়াত খাওয়া আর তাস পিটানোর চিন্তা ! সে যাক। দুজনই আমাকে জিজ্ঞাসা করছে -- kiss লিখতে পারবো তো ? আমি বললাম -- চিন্তা কোরো না, ওজাতীয় শব্দগুলো যে তোমরা জানো, সেটা আমি জানি। আমি ঐ সংখ্যা যোগ করে দেবো ! :D
বোনের বান্ধবীকেও বিনে পয়সায় পড়িয়েছি ক'দিন, সম্ভবত আরো পড়াতে হবে। সে অত্যন্ত সাধারণ শব্দের ভুল উচ্চারণ করে মাঝে মাঝে, যখন আমি তাকে দিয়ে Wren & Martin পড়াই। আমি হাসতে চাই না, কিন্তু যীনাত হেসে দেয়। তখন বুড়ো ছাত্রী বলে -- আরে আমি চোখে দেখি না !
(ছাত্রী, রাগ কইরো না ! :p)
হা হা হা....
কম্পিউটার এঞ্জিনিয়ারিং পড়ি বলে অনেকে মনে করে, আমি হলাম টাইপিং শেখা, মাইক্রোসফট অফিসের প্রবলেমের সমাধান জানা -- ইত্যাদির জন্য উপযুক্ত ব্যক্তি। কিংবা কারো কিছু টাইপ করে দেওয়া, ইন্টারনেটে নিউজপেপার বের করে দেওয়া, অ্যান্টিভাইরাস ইনস্টল করে দেওয়া... :((
গুগল প্লাসে ইদানিং কিছু ছবি ভেসে বেড়াচ্ছে। এই প্রসঙ্গে দেওয়া যেতে পারে বলে মনে হলো।
মনোযোগ দিয়ে দেখুন।
আমার সম্পর্কে বিশেষ কিছু ভেবে থাকলে এখনই জেনে নিন আসল অবস্থা-- সব রহস্য ফাঁস করে দিলাম। তবে গুগল সার্চে আমার বিশেষ দক্ষতা আছে (বলে আমি মনে করি !), আমি আর কিছু না পারলেও এই কাজটা পারি। একাজে দরকার হলে আমাকে বলতে পারেন !
ব্লগ শেষ !
নূরে আলম,
মার্চ ১১, ২০১২।
এই লেখাটায় যে বেচারাদের নিয়ে কৈথুক করা হয়েছে (বৃষ্টি, মার্জিয়া, লিমন, সজীব, সাজিদ,ত্বন্নি) তাদের প্রতি আমার সমবেদনা রইল।
উত্তরমুছুনযদিও যেসব রহস্য ফাঁস হল তা নিয়ে ভবিষ্যতে আরও হাসা যাবে...
ব্লগটা খারাপ হয়নি। মজার হয়েছে।
আমি তো বেচারাদের নাম কৈথক করেও পরকাশ করতে চাই নি। তুমিই প্রকাশ করে দিলে। তবে উল্লিখিত নামগুলোর সত্যতার ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না। ;-)
মুছুনEnglish shikhar best way hocche boi pora. :)
উত্তরমুছুনবই পড়বে ! বিদ্যা রান্না করে গিলিয়ে দিলেও খেতে চায় না। (হজম করে দেয়া যায় না বলে, নইলে... ;-) )
মুছুন:P etodine ei apnar upolobdhi...??
মুছুনhmm.. :(
মুছুনআমার ক্ষেত্রে শুধু গুগল সার্চের বদলে হবে torrent সার্চ হবে।
উত্তরমুছুনপ্লাস যেকোনো নায়ক-নায়িকার সম্পূর্ণ জীবনেতিহাস আর যেকোনো মুভির যেকোনো ইতিহাস (মেকিং, কাটিং, পেস্টিং, আরো সব ইং)।
মুছুন"তোমার স্বকীয়তা তোমাকে দূরে সরিয়ে নিলেও তুমি যেখানেই আছো, তা অনেক দৃঢ়।"
উত্তরমুছুনএই ফালতু কথাটা কোথা থেকে চুরি করলেন শুনি??
কথাটা ফালতু নয়। কথাটা আমাকে বলা হয়েছে :-)
মুছুন