এসো নীপবনে / ছায়াবিথী তলে এসো /
করো স্নান নবধারা জলে / এসো নীপবনে /
ছায়াবিথী তলে এসো / করো স্নান...
... যুঁথিমালা দলে এসো নীপবনে / ছায়াবিথী তলে এসো /
গান শুনতে শুনতে ব্লগ লেখা আমার পুরনো বদঅভ্যাস। এই গানটা সেদিন হঠাৎই নেটে পেয়ে গেলাম।
আসলে, কিছু গান আছে, যেগুলো মনের মধ্যে মাঝে মাঝে আপনা থেকে গেয়ে ওঠে, কিন্তু পিসিতে বসলে তােদর খোঁজার কথা মাথায় আসে না, কিংবা নেট থেকে নামানোর চিন্তা আসে না। এই গানটা আম্মু মাঝে মাঝে গাইত। এখন হয়ত আর খেয়ালে আসে না, তাই গায় না। ইরানে থাকতে নাকি ভাইয়া আম্মুকে বলত- "মমন, ছায়াবিথী তলে বেগু।" অর্থ হল- আম্মু, ছায়াবিথী তলে গানটা বলেন। :) এখন অবশ্য ভাইয়ার মুখের বুলি ইংলিশ হয়ে গিয়েছে :(
যাহোক, আমি যে গানটা খুঁজতে গিয়ে এই গানটা পেয়ে গেলাম, সেটা হল - আজি ঝর ঝর মুখর বাদর দিনে। নেটে সবচে' বেশি যেটা পাওয়া যায়, সেই গায়িকার গানটা একেবারেই বিরক্তিকর।
আমি গানটা প্রথম শুনেছিলাম আমার কাজিন ইয়ানার কন্ঠে। তার ভয়েস বেশ ভালো, গায়ও সুন্দর। তারপর, একবার মনে হয় রেডিও কিংবা টিভিতে গানটা শুনেছিলাম। তখনও ভালো লেগেছিলো। একদিন পিসিতে রবীন্দ্র-সঙ্গীত ফোল্ডারে গানটা খুঁজতে গিয়ে পেলাম না, তারপর....
কয়েকদিন আগে, খুব বৃষ্টি হচ্ছিল। কে যেন মনের মধ্যে গানটা গেয়ে দিয়ে গেলো। বাইরে প্রবলবেগে বৃষ্টি, সন্ধ্যার অন্ধকার, আর আমি গুগল সার্চ আর ইউটিউবে- প্রায় ঘন্টা ধরে খুঁজে ভালো-মন্দ অনেকগুলো শুনে শেষমেষ ভালো একটা বের করতে পারলাম।
এখন সেটাই শুনছি...
আজি ঝর ঝর মুখর বাদর দিনে
জানি নে, জানি নে
কিছুতে কেন যে মন লাগে না
ঝর ঝর মুখর বাদর দিনে...
আজ বাসায় মার্জিয়া আর সজীব এলো। সার্কিট বুঝতে আর বুঝাতে গিয়ে কিভাবে যেন ইসলামের নানান প্রসঙ্গ চলে এলো। সার্কিট রইল পড়ে, আমরা তর্ক আর আলোচনা (তবে, এদিন আলোচনার পার্টটাই বেশি ছিল) করতে করতে বেলা গড়িয়ে গেলো।
আমার মাথা থেকে সার্কিট উধাও হয়ে গেলো।
আগামীকাল কী পরীক্ষা দেবো আল্লাহই জানেন !
তাতে কী !
... মন হারাবার আজি বেলা / পথ ভুলিবার খেলা / মন চায় / মন চায় / হৃদয় জড়াতে কারো চির ঋণে / আজি ঝর ঝর মুখর বাদর দিনে...
যাহ, গভীর রাতে বৃষ্টি নামানোর ব্যর্থ চেষ্টা করলাম।
কলেজের বন্ধু মোর্শেদের জন্মদিন গেলো আজ- হ্যাপি বার্থডে !
নূরে আলম।
জুলাই ২৯, ২০১১।
করো স্নান নবধারা জলে / এসো নীপবনে /
ছায়াবিথী তলে এসো / করো স্নান...
... যুঁথিমালা দলে এসো নীপবনে / ছায়াবিথী তলে এসো /
গান শুনতে শুনতে ব্লগ লেখা আমার পুরনো বদঅভ্যাস। এই গানটা সেদিন হঠাৎই নেটে পেয়ে গেলাম।
আসলে, কিছু গান আছে, যেগুলো মনের মধ্যে মাঝে মাঝে আপনা থেকে গেয়ে ওঠে, কিন্তু পিসিতে বসলে তােদর খোঁজার কথা মাথায় আসে না, কিংবা নেট থেকে নামানোর চিন্তা আসে না। এই গানটা আম্মু মাঝে মাঝে গাইত। এখন হয়ত আর খেয়ালে আসে না, তাই গায় না। ইরানে থাকতে নাকি ভাইয়া আম্মুকে বলত- "মমন, ছায়াবিথী তলে বেগু।" অর্থ হল- আম্মু, ছায়াবিথী তলে গানটা বলেন। :) এখন অবশ্য ভাইয়ার মুখের বুলি ইংলিশ হয়ে গিয়েছে :(
যাহোক, আমি যে গানটা খুঁজতে গিয়ে এই গানটা পেয়ে গেলাম, সেটা হল - আজি ঝর ঝর মুখর বাদর দিনে। নেটে সবচে' বেশি যেটা পাওয়া যায়, সেই গায়িকার গানটা একেবারেই বিরক্তিকর।
আমি গানটা প্রথম শুনেছিলাম আমার কাজিন ইয়ানার কন্ঠে। তার ভয়েস বেশ ভালো, গায়ও সুন্দর। তারপর, একবার মনে হয় রেডিও কিংবা টিভিতে গানটা শুনেছিলাম। তখনও ভালো লেগেছিলো। একদিন পিসিতে রবীন্দ্র-সঙ্গীত ফোল্ডারে গানটা খুঁজতে গিয়ে পেলাম না, তারপর....
কয়েকদিন আগে, খুব বৃষ্টি হচ্ছিল। কে যেন মনের মধ্যে গানটা গেয়ে দিয়ে গেলো। বাইরে প্রবলবেগে বৃষ্টি, সন্ধ্যার অন্ধকার, আর আমি গুগল সার্চ আর ইউটিউবে- প্রায় ঘন্টা ধরে খুঁজে ভালো-মন্দ অনেকগুলো শুনে শেষমেষ ভালো একটা বের করতে পারলাম।
এখন সেটাই শুনছি...
আজি ঝর ঝর মুখর বাদর দিনে
জানি নে, জানি নে
কিছুতে কেন যে মন লাগে না
ঝর ঝর মুখর বাদর দিনে...
আজ বাসায় মার্জিয়া আর সজীব এলো। সার্কিট বুঝতে আর বুঝাতে গিয়ে কিভাবে যেন ইসলামের নানান প্রসঙ্গ চলে এলো। সার্কিট রইল পড়ে, আমরা তর্ক আর আলোচনা (তবে, এদিন আলোচনার পার্টটাই বেশি ছিল) করতে করতে বেলা গড়িয়ে গেলো।
আমার মাথা থেকে সার্কিট উধাও হয়ে গেলো।
আগামীকাল কী পরীক্ষা দেবো আল্লাহই জানেন !
তাতে কী !
... মন হারাবার আজি বেলা / পথ ভুলিবার খেলা / মন চায় / মন চায় / হৃদয় জড়াতে কারো চির ঋণে / আজি ঝর ঝর মুখর বাদর দিনে...
যাহ, গভীর রাতে বৃষ্টি নামানোর ব্যর্থ চেষ্টা করলাম।
কলেজের বন্ধু মোর্শেদের জন্মদিন গেলো আজ- হ্যাপি বার্থডে !
নূরে আলম।
জুলাই ২৯, ২০১১।
osthir post...
উত্তরমুছুনshomoy nie dhire shusthe ekta bishoye likhle blogta aro valo lagto...
:D
উত্তরমুছুনআমিও যীনাতের সাথে একমত।
উত্তরমুছুনপবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইলো।
রমজানের শুভ ইচ্ছা ? হুমম...
উত্তরমুছুনরমজানের শুভ ইচ্ছা এই হতে পারে যে আমি যেন ভালোভাবে সাওম পালন করতে পারি, শুধু উপবাস যেন না হয় !
ধন্যবাদ।