অনেক দিন রাত জেগে ব্লগ লেখা হয় না। আজ সময় আর মুড পেয়ে লিখতে বসে গেলাম।
কী বলব ? আজকে নাহয় আমার ব্লগিং করার শুরু নিয়ে বলি। ব্লগিঙের ইতিহাস বলতে গেলে অনেক কথা বলা হয়ে যাবে, তাই...।
২০০৭ সাল। তখন মইন-ফখরু শাসন চলছে। বেশিদিন হয় নি যায়যায়দিন পত্রিকা রাখা শুরু হয়েছে বাসায়। ম্যাগাজিনগুলো পড়ে ভালোই লাগত- শফিক রেহমান তাঁর পত্রিকা খুব ভালোভাবে সাজিয়েছিলেন। যাহোক, সেখান আর্ট অ্যান্ড কালচার ম্যাগাজিনে বাংলা ব্লগ নিয়ে সামহোয়্যারইনের ব্লগার মাহবুব মোর্শেদ এর লেখা পড়ে ম্যাগাজিন হাতে নিয়ে কম্পিউটারের সামনে এসে দেখে দেখে (যেন নির্ভুল হয়) www.somewhereinblog.net টাইপ করে ঢুকলাম। (এখন মনে পড়ল, তখন আমি ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতাম :( )
ওহ, ভালো কথা, মাসটা ছিল খুব সম্ভবত মে কিংবা জুন।
সেই থেকে যে ব্লগিং শুরু করলাম, এখন পর্যন্ত করে যাচ্ছি। নানান ব্লগে লিখেছি এ পর্যন্ত। কিন্তু ব্লগারের ব্যক্তিগত একটা আবহাওয়া আছে, এখানের মজাতেই তাই মজে আছি। কমিউনিটি ব্লগগুলোতে আর যাই না : বাঙালি নেটিজেনদের স্বভাব ভালোই জানা হয়েছে।
আমি ব্লগিং করতাম দেখে সেজাপু-মেজাপু-যীনাত বিরক্তি দেখাতো। কিন্তু তারপর তাদেরকেও ধীরে ধীরে ব্লগে নিয়ে আসলাম। প্রথম সামহোয়্যার, তারপর ব্লগারে। মাঝে অবশ্য আমরা প্যাঁচালি আর প্রথম আলো ব্লগে কিছুদিন লেখালেখি করেছিলাম।
আমার ব্লগগুলো খুচরো বাদামের মত নিঃশেষ হয়ে যাচ্ছে।
আমাকে আবার আগের মত করে ব্লগিং করতে হবে।
শুধু আমাকে ঘরে থিতু হতে হবে আবার।
চেয়ারে হেলান দিয়ে, চেয়ারের 'পরই পা তুলে হাঁটুতে থুতনি ভর করে জীবন নিয়ে গভীর দার্শনিক (!) চিন্তাভাবনা করলেই আমার ব্লগগুলো আর নিঃশেষ হবে না।
মস্তিষ্ক উজাড় করে কিছুদিন আগে দীর্ঘ এক লেখা শেষ করেছি তো, এখন তাই আগের মত উর্বর নেই।
এখন আমার শুধু লেখালেখি থেকে কিছুটা ব্রেক নেয়া দরকার।
নূরে আলম
১২ জুলাই, ২০১১।
কী বলব ? আজকে নাহয় আমার ব্লগিং করার শুরু নিয়ে বলি। ব্লগিঙের ইতিহাস বলতে গেলে অনেক কথা বলা হয়ে যাবে, তাই...।
২০০৭ সাল। তখন মইন-ফখরু শাসন চলছে। বেশিদিন হয় নি যায়যায়দিন পত্রিকা রাখা শুরু হয়েছে বাসায়। ম্যাগাজিনগুলো পড়ে ভালোই লাগত- শফিক রেহমান তাঁর পত্রিকা খুব ভালোভাবে সাজিয়েছিলেন। যাহোক, সেখান আর্ট অ্যান্ড কালচার ম্যাগাজিনে বাংলা ব্লগ নিয়ে সামহোয়্যারইনের ব্লগার মাহবুব মোর্শেদ এর লেখা পড়ে ম্যাগাজিন হাতে নিয়ে কম্পিউটারের সামনে এসে দেখে দেখে (যেন নির্ভুল হয়) www.somewhereinblog.net টাইপ করে ঢুকলাম। (এখন মনে পড়ল, তখন আমি ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতাম :( )
ওহ, ভালো কথা, মাসটা ছিল খুব সম্ভবত মে কিংবা জুন।
সেই থেকে যে ব্লগিং শুরু করলাম, এখন পর্যন্ত করে যাচ্ছি। নানান ব্লগে লিখেছি এ পর্যন্ত। কিন্তু ব্লগারের ব্যক্তিগত একটা আবহাওয়া আছে, এখানের মজাতেই তাই মজে আছি। কমিউনিটি ব্লগগুলোতে আর যাই না : বাঙালি নেটিজেনদের স্বভাব ভালোই জানা হয়েছে।
আমি ব্লগিং করতাম দেখে সেজাপু-মেজাপু-যীনাত বিরক্তি দেখাতো। কিন্তু তারপর তাদেরকেও ধীরে ধীরে ব্লগে নিয়ে আসলাম। প্রথম সামহোয়্যার, তারপর ব্লগারে। মাঝে অবশ্য আমরা প্যাঁচালি আর প্রথম আলো ব্লগে কিছুদিন লেখালেখি করেছিলাম।
আমার ব্লগগুলো খুচরো বাদামের মত নিঃশেষ হয়ে যাচ্ছে।
আমাকে আবার আগের মত করে ব্লগিং করতে হবে।
শুধু আমাকে ঘরে থিতু হতে হবে আবার।
চেয়ারে হেলান দিয়ে, চেয়ারের 'পরই পা তুলে হাঁটুতে থুতনি ভর করে জীবন নিয়ে গভীর দার্শনিক (!) চিন্তাভাবনা করলেই আমার ব্লগগুলো আর নিঃশেষ হবে না।
মস্তিষ্ক উজাড় করে কিছুদিন আগে দীর্ঘ এক লেখা শেষ করেছি তো, এখন তাই আগের মত উর্বর নেই।
এখন আমার শুধু লেখালেখি থেকে কিছুটা ব্রেক নেয়া দরকার।
নূরে আলম
১২ জুলাই, ২০১১।
হুমমম
উত্তরমুছুনহুমম.... আমার ব্লগে আপনার প্রথম মন্তব্য ! এটাও ব্লগিঙেতিহাসে যুক্ত হলো !
উত্তরমুছুনতাই? আমিতো আগেও কমেন্ট করার কথা। দীর্ঘদিন যাবত আপনার ব্লগ পড়ি! :S
উত্তরমুছুনতাই ! তাহলে হয়তো আমার ভুলোমন ভুলে গিয়েছে। দীর্ঘদিন যাবৎ ব্লগ পড়েন ! ফেসবুকের যুগে মানুষ তো বড় লেখা পড়া ছেড়েই দিয়েছে একপ্রকার বলা যায়। ধন্যবাদ আমার ব্লগ পড়ার জন্য।
উত্তরমুছুনattomogno lekhok
উত্তরমুছুনহুম :D
উত্তরমুছুন