১. একদিন ক্লাস হচ্ছিল না বলে কয়েকজন ফ্রেন্ড বসে গল্প করছিলাম। এখনকার জেনারেশনের ছেলে- মেয়েরা সাধারণত যে গল্প করে, তা হল অমুকের নতুন মোবাইল সেট, অমুকের এই ল্যাপটপ, কিংবা ফেইসবুক অথবা কাপড়-চোপড়, গাড়ি ইত্যাদি। এসব নিয়েই গল্প করছে সবাই। আমি এসব কথায় খুব একটা পার্টিসিপেইট করতে না পেরে শেষে দেশের কথা তুললাম। বিডিআর মিউটিনির কথাটা স্বাভাবিকভাবেই এল। দু-একজন ফ্রেন্ডকে দেখলাম এ বিষয়ে আমার সাথে কথায় অংশ নিতে পারল। আর বাকীদের অবস্থা না বললেই নয়- রাজনীতি কিংবা দেশের খবর, কিছুই জানা নেই তাদের। বিডিআর এর এই ঘটনায় কীভাবে সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে, তাতে বাংলাদেশের কী কী ক্ষতি হতে পারে, সীমান্তে প্রতিদিন কীভাবে গুলিবর্ষণ করে বাংলাদেশীদের হত্যা করা হচ্ছে এসব কথা বলায় কয়েকজন অবাক হয়ে তাকিয়ে রইল।
তারপর বললাম বাংলাদেশের সমুদ্র মিয়ানমার আর ভারত কীভাবে দাবী করেছে, ভারত তাদের হাইকমিশনসহ অন্যান্য স্থাপনার নিরাপত্তার জন্য এস.এস.বি(সশস্ত্র সীমা বল), স্কাই মার্শাল, গোয়েন্দা ইত্যাদি নিয়োগ দিতে চেয়েছে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা তৈরী পোশাক শিল্পের বাজার অন্যান্য দেশের হাতে চলে যাচ্ছে, রেমিট্যান্সের প্রবাহে ধস নেমেছে মধ্যপ্রাচ্য থেকে শ্রমিক ফেরত আসায় ইত্যাদি। খুবই অবাক হলাম যখন দেখলাম, আমার বন্ধুদের দুনিয়ার বাইরের কথা বলছি আমি। সত্যিই, এখনকার জেনারেশন রাজনীতির খবর খুব কমই রাখে। এসব শুনে আমার এক ফ্রেন্ড তো অস্থির হয়ে গেল। ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা তো বাদই দিলাম, কিছুই জানা নেই তার যে দেশটায় বাস করে, সে দেশ সম্পর্কে। আর এ অবস্থা এই যুগের বেশিরভাগ ছেলে-মেয়ের। বাবা-মা হয়তো রাজনীতি সচেতন ব্যক্তি, পাঁচ বছর অন্তর অন্তর প্রত্যেকেই নিজের পছন্দের দলকে ভোট দেন, কিন্তু ছেলে মেয়েকে রাজনীতির কথা জানাবার প্রয়োজন বোধ করেন না, সময়ও পান না। আগের জেনারশন তাও কোন না কোন পার্টি সাপোর্ট করত, এই জেনারেশন ভোট দেবার সময় কি no party কে ভোট দেবে?
২. আরেকদিনের কথা, ক্লাসের কয়েকজন ছেলে-মেয়ে দাঁড়িেয় গল্প করছি। কথা হচ্ছিল ইসলাম ধর্মের নানান আচার্য বিষয় নিয়ে। একজন বলছে, টাখনুর উপর পর্যন্ত পায়জামা বা প্যান্ট পরতে হবে, না হলে নামাজ হবে না। কিংবা- জুমার নামাজ না পড়লে মুসলমানিত্ব বাতিল, এইসব। আমি বললাম- "ধর্ম তো আর কোন অন্ধ বিশ্বাসের ব্যাপার নয়, বিশেষত ইসলাম ধর্মের প্রতিটা বিষয়ই অত্যন্ত যুক্তিযুক্ত আর বৈজ্ঞানিক। নিজের বিবেক দিয়ে বিচার করলে অনেক কিছুই খুব পরিষ্কার হয়ে যায়।" আমার এই কথায় প্রবল বিরোধিতা করল দু'জন- "ধর্ম হল বিশ্বাসের ব্যাপার।" তাদের মত হল, ধর্মের রীতিনীতি আমরা যেভাবে ঐতিহ্যগতভাবে পালন করে আসছি, সেটাই ধর্ম। এর সাথে বিজ্ঞানকে সম্পর্কিত করা যাবে না ইত্যাদি। এদেরই একজন, সে অলরেডি চারবার কোরআন শরীফ খতম দিয়েছে, কিন্তু কখনও সেটার বঙ্গানুবাদ পড়ার তাগিদ অনুভব করে নাই, পড়লে অবশ্যই জানত ইসলাম কতটা বিজ্ঞানসম্মত জীবনব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশে, গোষ্ঠীতে নামাজ পড়ার রীতি হুবহু এক নয়- কেউ বুকে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ হাত ছেড়ে দাঁড়িয়ে; কেউ বসে মুনাজাত করে, কেউ করে দাঁড়িয়ে, কেউ পাগড়ি পরে, কেউ টুপি পরে, এসব দেখলে ওরা কী বলত? ধর্মটাকে শুধুমাত্র কয়েকটা আচার্য বিষয়ে সীমাবদ্ধ করে ফেলেছি আমরা, এই আমাদের জেনারেশনের ছেলে-মেয়েরা, কখনো সেটাকে জীবন বিধান হিসেব ভাবতে শিখিনি। ইসলামের কয়েকটা বিষয়ে, যেগুলো নিয়ে হয়তো বিতর্ক আছে, কেউ কেউ সেটার প্রতি অন্ধ ভক্তি দেখাচ্ছে। অথচ এই এরাই যে এসব কথা শেষে বাসায় গিয়ে টিভি ছেড়ে হিন্দি মুভির নাচগান দেখবে- সেকথা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। ইসলাম ধর্মে কি কখনো এসব অশ্লীল নাচ দেখবার অনুমতি ছিল? চারবার কোরআন খতম দেয়া মেয়েটা হয়তো বলতে পারত, যদি এই চারবারের একটিবার অর্থসহ পড়ে দেখত।
৩. প্রযুক্তির সংস্পর্শে মানুষের খারাপ হওয়াটা এখন মোবাইলে দুটো টোকা কিংবা কম্পিউটারে একটা ক্লিকের ব্যাপার মাত্র। বিশ-ত্রিশ বছর আগেও তো দেশের এ অবস্থা ছিল না। কারো চরিত্র নিয়ে প্রশ্ন উঠলে মানুষ তাকে ছিছি করত। এখন এগুলো মানুষ জানতেও পারছে না, অনেকে অপকর্ম করে সারাদুনিয়ায় কালি ছড়িয়ে বাসায় এসে বাবা-মা ভাই-বোনের সামনে ভালোমানুষটি সেজে বসে থাকছে। মাল্টিমিডিয়া মোবাইল আর ইন্টারনেটের যুগ এখন। স্কুল ছাত্রদের হাতে পর্যন্ত ঘুরছে এই মাল্টিমিডিয়া মোবাইল। রাস্তা-ঘাটে, এমনকি ক্লাসে বসে পর্যন্ত ক্লাসের মেয়েদেরই ছবি তুলছে ছেলেরা। ভয়াবহ ব্যাপার হল, যুবকদের হাত পেরিয়ে এখন কমবয়েসী স্কুল পড়ুয়াদের হাতের মোবাইলে ঘুরছে পর্নোগ্রাফি। এদেরকেই বাবা-মা না বুঝে আরও ভালো রেজাল্ট করার পুরষ্কার স্বরুপ 'ক্যামেরা মোবাইল' কিনে দেন। বাবা-মা সন্তানের খবর জানবেন কী করে? যে প্রযুক্তিগুলো সন্তানদের হাতে তুলে দিচ্ছেন, সেগুলো যে তাদের মনগুলোকে কীরকম ভয়াবহ বিকৃত করে তুলছে এসব দিয়ে, বাবা-মা তার কিছুই জানছেন না। এই সন্তানদেরই তাঁরা প্রতি শুক্রবার জুমার নামাজে পাঠাচ্ছেন, এরাই আবার রোজা রেখে 'উপবাস' পালন করছে। আমাদের জেনারেশনকে যে এই ভয়াবহ দ্বন্দটা কীভাবে গ্রাস করেছে আর করছে- তা মাঠে নেমে না দেখলে কল্পনাও করা যাবে না।
৪. মিডিয়ার গ্রাসে যে এই মানুষগুলো নিজ সাহিত্য-সংস্কৃতি ভুলতে বসেছে - টিভিতে বাংলা চ্যানেলগুলোর তুলনায় হিন্দি চ্যানেলগুলোর সংখ্যা গুনলে তা সহজে বোঝা যায়। মেয়েরা তো দেখেই, মায়েরা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে মুখস্ত করে ফেলছেন। ছেলেরা আবার একটু বেশি 'আধুনিকতার প্রমাণ' হিসেবে দেখে ইংলিশ মুভি। এদের দেখবেন গড়গড় করে হিন্দি বলে যাচ্ছেন। ইংলিশ গালিগুলো 'উত্তরাধুনিকতার প্রমাণ' হিসেবে ছেলেদের মুখে বেশি উচ্চারিত হচ্ছে। ফুল ভলিউমে Bass সহকারে ইংলিশ গান বাজিয়ে পুরো পাঁচতলা বাড়ি কাঁপিয়ে ফেলছে অনেকে- সারা বিল্ডিঙের সবাই রোগী হলেও তাতে কী, 'ইংলিশ' হতে হবে না!
বাস্তব এক গল্প বলি। আমার বোন ২১শে ফেব্রুয়ারিতে বান্ধবীর বাসা থেকে ঘুরে এলেন। বান্ধবী তার শিক্ষা প্রতিষ্ঠানে ২১শে ফেব্রুয়ারির ফাংশােন গান গেয়ে পুরাদস্তুর বাঙালি হয়ে বাসায় গিয়েই হিন্দি চ্যানেল খুলে বসেছেন- অলরেডি সিরিয়ালের খানিকটা মিস হয়ে গেছে! অথচ এই এদেরই দু'কলম বাংলায় লিখতে বলুন শুদ্ধ করে- দশটা ভুল খুঁজে বের করতে পারবেন।
এই আমরা বাংলাদেশী, বাংলাভাষী। এই আমাদের দেশভাবনা, ধর্ম পালন, আর নীতি-নৈতিকতার দৌড়। মাঝে মাঝে মনে হয়, সেই হরবোলার গল্পের মত অবস্থা আমাদের না হয়, যে হরবোলা কখনো নিজের স্বরে কথা বলত না, সবসময় কারো না কারো স্বর অনুকরণ করে কথা বলত। একবার এক ঝামেলায় সে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবানবন্দি দিতে গিয়ে কখনো আইনজীবির স্বর, কখনোবা বিচারকের স্বরে কথা বলতে শুরু করল। শেষে বিচারক যখন আদেশ করলেন নিজের স্বরে কথা বলতে, তখন সে ঝরঝর করে কেঁদে ফেলে বলে- "আমি নিজের কন্ঠস্বর হারিয়ে ফেলেছি।"
তারপর বললাম বাংলাদেশের সমুদ্র মিয়ানমার আর ভারত কীভাবে দাবী করেছে, ভারত তাদের হাইকমিশনসহ অন্যান্য স্থাপনার নিরাপত্তার জন্য এস.এস.বি(সশস্ত্র সীমা বল), স্কাই মার্শাল, গোয়েন্দা ইত্যাদি নিয়োগ দিতে চেয়েছে, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা তৈরী পোশাক শিল্পের বাজার অন্যান্য দেশের হাতে চলে যাচ্ছে, রেমিট্যান্সের প্রবাহে ধস নেমেছে মধ্যপ্রাচ্য থেকে শ্রমিক ফেরত আসায় ইত্যাদি। খুবই অবাক হলাম যখন দেখলাম, আমার বন্ধুদের দুনিয়ার বাইরের কথা বলছি আমি। সত্যিই, এখনকার জেনারেশন রাজনীতির খবর খুব কমই রাখে। এসব শুনে আমার এক ফ্রেন্ড তো অস্থির হয়ে গেল। ইন্টারন্যাশনাল পলিটিক্সের কথা তো বাদই দিলাম, কিছুই জানা নেই তার যে দেশটায় বাস করে, সে দেশ সম্পর্কে। আর এ অবস্থা এই যুগের বেশিরভাগ ছেলে-মেয়ের। বাবা-মা হয়তো রাজনীতি সচেতন ব্যক্তি, পাঁচ বছর অন্তর অন্তর প্রত্যেকেই নিজের পছন্দের দলকে ভোট দেন, কিন্তু ছেলে মেয়েকে রাজনীতির কথা জানাবার প্রয়োজন বোধ করেন না, সময়ও পান না। আগের জেনারশন তাও কোন না কোন পার্টি সাপোর্ট করত, এই জেনারেশন ভোট দেবার সময় কি no party কে ভোট দেবে?
২. আরেকদিনের কথা, ক্লাসের কয়েকজন ছেলে-মেয়ে দাঁড়িেয় গল্প করছি। কথা হচ্ছিল ইসলাম ধর্মের নানান আচার্য বিষয় নিয়ে। একজন বলছে, টাখনুর উপর পর্যন্ত পায়জামা বা প্যান্ট পরতে হবে, না হলে নামাজ হবে না। কিংবা- জুমার নামাজ না পড়লে মুসলমানিত্ব বাতিল, এইসব। আমি বললাম- "ধর্ম তো আর কোন অন্ধ বিশ্বাসের ব্যাপার নয়, বিশেষত ইসলাম ধর্মের প্রতিটা বিষয়ই অত্যন্ত যুক্তিযুক্ত আর বৈজ্ঞানিক। নিজের বিবেক দিয়ে বিচার করলে অনেক কিছুই খুব পরিষ্কার হয়ে যায়।" আমার এই কথায় প্রবল বিরোধিতা করল দু'জন- "ধর্ম হল বিশ্বাসের ব্যাপার।" তাদের মত হল, ধর্মের রীতিনীতি আমরা যেভাবে ঐতিহ্যগতভাবে পালন করে আসছি, সেটাই ধর্ম। এর সাথে বিজ্ঞানকে সম্পর্কিত করা যাবে না ইত্যাদি। এদেরই একজন, সে অলরেডি চারবার কোরআন শরীফ খতম দিয়েছে, কিন্তু কখনও সেটার বঙ্গানুবাদ পড়ার তাগিদ অনুভব করে নাই, পড়লে অবশ্যই জানত ইসলাম কতটা বিজ্ঞানসম্মত জীবনব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশে, গোষ্ঠীতে নামাজ পড়ার রীতি হুবহু এক নয়- কেউ বুকে হাত বেঁধে নামাজ পড়ে, কেউ হাত ছেড়ে দাঁড়িয়ে; কেউ বসে মুনাজাত করে, কেউ করে দাঁড়িয়ে, কেউ পাগড়ি পরে, কেউ টুপি পরে, এসব দেখলে ওরা কী বলত? ধর্মটাকে শুধুমাত্র কয়েকটা আচার্য বিষয়ে সীমাবদ্ধ করে ফেলেছি আমরা, এই আমাদের জেনারেশনের ছেলে-মেয়েরা, কখনো সেটাকে জীবন বিধান হিসেব ভাবতে শিখিনি। ইসলামের কয়েকটা বিষয়ে, যেগুলো নিয়ে হয়তো বিতর্ক আছে, কেউ কেউ সেটার প্রতি অন্ধ ভক্তি দেখাচ্ছে। অথচ এই এরাই যে এসব কথা শেষে বাসায় গিয়ে টিভি ছেড়ে হিন্দি মুভির নাচগান দেখবে- সেকথা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। ইসলাম ধর্মে কি কখনো এসব অশ্লীল নাচ দেখবার অনুমতি ছিল? চারবার কোরআন খতম দেয়া মেয়েটা হয়তো বলতে পারত, যদি এই চারবারের একটিবার অর্থসহ পড়ে দেখত।
৩. প্রযুক্তির সংস্পর্শে মানুষের খারাপ হওয়াটা এখন মোবাইলে দুটো টোকা কিংবা কম্পিউটারে একটা ক্লিকের ব্যাপার মাত্র। বিশ-ত্রিশ বছর আগেও তো দেশের এ অবস্থা ছিল না। কারো চরিত্র নিয়ে প্রশ্ন উঠলে মানুষ তাকে ছিছি করত। এখন এগুলো মানুষ জানতেও পারছে না, অনেকে অপকর্ম করে সারাদুনিয়ায় কালি ছড়িয়ে বাসায় এসে বাবা-মা ভাই-বোনের সামনে ভালোমানুষটি সেজে বসে থাকছে। মাল্টিমিডিয়া মোবাইল আর ইন্টারনেটের যুগ এখন। স্কুল ছাত্রদের হাতে পর্যন্ত ঘুরছে এই মাল্টিমিডিয়া মোবাইল। রাস্তা-ঘাটে, এমনকি ক্লাসে বসে পর্যন্ত ক্লাসের মেয়েদেরই ছবি তুলছে ছেলেরা। ভয়াবহ ব্যাপার হল, যুবকদের হাত পেরিয়ে এখন কমবয়েসী স্কুল পড়ুয়াদের হাতের মোবাইলে ঘুরছে পর্নোগ্রাফি। এদেরকেই বাবা-মা না বুঝে আরও ভালো রেজাল্ট করার পুরষ্কার স্বরুপ 'ক্যামেরা মোবাইল' কিনে দেন। বাবা-মা সন্তানের খবর জানবেন কী করে? যে প্রযুক্তিগুলো সন্তানদের হাতে তুলে দিচ্ছেন, সেগুলো যে তাদের মনগুলোকে কীরকম ভয়াবহ বিকৃত করে তুলছে এসব দিয়ে, বাবা-মা তার কিছুই জানছেন না। এই সন্তানদেরই তাঁরা প্রতি শুক্রবার জুমার নামাজে পাঠাচ্ছেন, এরাই আবার রোজা রেখে 'উপবাস' পালন করছে। আমাদের জেনারেশনকে যে এই ভয়াবহ দ্বন্দটা কীভাবে গ্রাস করেছে আর করছে- তা মাঠে নেমে না দেখলে কল্পনাও করা যাবে না।
৪. মিডিয়ার গ্রাসে যে এই মানুষগুলো নিজ সাহিত্য-সংস্কৃতি ভুলতে বসেছে - টিভিতে বাংলা চ্যানেলগুলোর তুলনায় হিন্দি চ্যানেলগুলোর সংখ্যা গুনলে তা সহজে বোঝা যায়। মেয়েরা তো দেখেই, মায়েরা পর্যন্ত হিন্দি সিরিয়াল দেখে মুখস্ত করে ফেলছেন। ছেলেরা আবার একটু বেশি 'আধুনিকতার প্রমাণ' হিসেবে দেখে ইংলিশ মুভি। এদের দেখবেন গড়গড় করে হিন্দি বলে যাচ্ছেন। ইংলিশ গালিগুলো 'উত্তরাধুনিকতার প্রমাণ' হিসেবে ছেলেদের মুখে বেশি উচ্চারিত হচ্ছে। ফুল ভলিউমে Bass সহকারে ইংলিশ গান বাজিয়ে পুরো পাঁচতলা বাড়ি কাঁপিয়ে ফেলছে অনেকে- সারা বিল্ডিঙের সবাই রোগী হলেও তাতে কী, 'ইংলিশ' হতে হবে না!
বাস্তব এক গল্প বলি। আমার বোন ২১শে ফেব্রুয়ারিতে বান্ধবীর বাসা থেকে ঘুরে এলেন। বান্ধবী তার শিক্ষা প্রতিষ্ঠানে ২১শে ফেব্রুয়ারির ফাংশােন গান গেয়ে পুরাদস্তুর বাঙালি হয়ে বাসায় গিয়েই হিন্দি চ্যানেল খুলে বসেছেন- অলরেডি সিরিয়ালের খানিকটা মিস হয়ে গেছে! অথচ এই এদেরই দু'কলম বাংলায় লিখতে বলুন শুদ্ধ করে- দশটা ভুল খুঁজে বের করতে পারবেন।
এই আমরা বাংলাদেশী, বাংলাভাষী। এই আমাদের দেশভাবনা, ধর্ম পালন, আর নীতি-নৈতিকতার দৌড়। মাঝে মাঝে মনে হয়, সেই হরবোলার গল্পের মত অবস্থা আমাদের না হয়, যে হরবোলা কখনো নিজের স্বরে কথা বলত না, সবসময় কারো না কারো স্বর অনুকরণ করে কথা বলত। একবার এক ঝামেলায় সে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে জবানবন্দি দিতে গিয়ে কখনো আইনজীবির স্বর, কখনোবা বিচারকের স্বরে কথা বলতে শুরু করল। শেষে বিচারক যখন আদেশ করলেন নিজের স্বরে কথা বলতে, তখন সে ঝরঝর করে কেঁদে ফেলে বলে- "আমি নিজের কন্ঠস্বর হারিয়ে ফেলেছি।"
hmmm.....
উত্তরমুছুনvarikki chaler post, but kotha gulo sotti. amader desh medha ebong bibek shunno hoye jachche....
ki r kora. esob boleo lav hoy na. noukar samner dik dube gele pichhontao dube jay, sorkar poche gele jonogon o poche jabe... e ar notun ki?