জীবনে খুব কম মানুষের মনের কথা জানার সুযোগ হয়েছে। স্বল্প সময়ের জন্যে হলেও অনাবৃত মনের জোয়ার-ভাটা দেখেছি। হয়তো সে জোয়ারে বাঁধ দিতে পারিনি বলে তা আমায় সিক্ত করে গিয়েছে -- কিন্তু ভাটার সময় আমি নিজেকে উজাড় করে দিয়েছি; যদিও আপন সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারিনি। যে চাঁদ সাগরে জোয়ার আনে, সে যে নিজেও পৃথিবীর কাছে বাঁধা পড়ে আছে !
কিছু বাঁধ ভাঙার পর আর জোড়া দেয়া যায় না। তারা চিরস্থায়ী ক্ষরণের ব্যবস্থা করে দেয়। ছিন্ন ঘুড়ির পরিণতিটা হয়তো খুব করুণ, কিন্তু অসীমাকাশে মুক্ত উড়ে বেড়ানোর যে আনন্দ ঐ বন্ধনহীন মুহুর্তগুলো এনে দেয়, জীবনের দাম কি তার বাজি হতে পারে ?
কেউ জানে না। যখন জানে, তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। এ এক অদ্ভুত বাজি।
..... ..... ..... ..... ..... ..... .... ..... ..... .....
বাঁধনহারা হবার বাসনাটা অত্যাচারী। কিন্তু যে কখনো বাঁধ ভাঙেনি, সে কী করে বুঝবে বাঁধ ভাঙার আনন্দ !কিছু বাঁধ ভাঙার পর আর জোড়া দেয়া যায় না। তারা চিরস্থায়ী ক্ষরণের ব্যবস্থা করে দেয়। ছিন্ন ঘুড়ির পরিণতিটা হয়তো খুব করুণ, কিন্তু অসীমাকাশে মুক্ত উড়ে বেড়ানোর যে আনন্দ ঐ বন্ধনহীন মুহুর্তগুলো এনে দেয়, জীবনের দাম কি তার বাজি হতে পারে ?
কেউ জানে না। যখন জানে, তখন আর ফিরে আসার সুযোগ থাকে না। এ এক অদ্ভুত বাজি।
..... ..... ..... ..... ..... ..... .... ..... ..... .....
পথিককে ছায়া দিতে যে গাছ রোদে পোড়ে, সেই গাছের জন্য পথিক কী করেছে ?
..... ..... ..... ..... ..... ..... .... ..... ..... .....
জীবনে দু'জন অদ্ভুত মানুষকে দেখেছি। তারা তৃষ্ণার্ত পথিকের পানপাত্র হতে পারেনি, বরং আজীবন চাতক থেকে গিয়েছে। যখন সেটা বুঝেছি, তখন তাদের উপর রাগটা করুণায় বদলে গিয়েছে।
ভালোবাসবে, অভিমান করবে, অপছন্দ করে দূরে সরে যাবে, তবুও ভালোবেসে ফিরে আসবে। হায় তৃষ্ণার্ত মরুপথিক ! সে থামবে, পেয়ালা ভরে পানি পান করবে, আবার শুরু করবে যাযাবর যাত্রা। প্রচণ্ড তৃষ্ণার্ত হলে হয়তো পায়ের ছাপগুলি আবার দেখা দেবে ! ভালোবেসে পানপাত্র হয়তো আবারও পূর্ণ হয়ে উঠবে। লোকে গালমন্দ করবে, কিন্তু ভালোবেসে ক'জনের বাড়িতে যাযাবর আসে ? গৃহী আর সন্ন্যাসীর মত দুটো ভিন্ন জীবন-পথ যদি মা-শিশুর সম্পর্কে পরস্পর অতিক্রম করে, তবে সেইটুকু একটা গল্প রচনা করে দিয়ে যায়। সবাই হয়তো দেখে না; কিন্তু সেই চাতক নয়ন যে দেখে, সে ঐ গল্পের অংশ হয়ে যায়।
..... ..... ..... ..... ..... ..... .... ..... ..... .....
যে আঁখি কখনো জলে ভেজে নি, ভালোবেসে তার জন্য অশ্রু বিসর্জনের অভিমান অনেক।
নূরে আলম
এপ্রিল ১৫, ২০১৩।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
[ব্লগে কমেন্ট পোস্ট করার পরও যদি না দেখায়, তাহলে দ্বিতীয়বার পোস্ট করার প্রয়োজন নেই। খুব সম্ভবত স্প্যাম গার্ড সেটাকে সরিয়ে নিয়েছে, আমি পাবলিশ করে দেবো।]