ল্যাপটপের ভেন্ট এর অবস্থান বুঝে বানাতে হবে। |
কিছুদিন আগে মেজাপু তার ল্যাপটপের কুলিং প্যাড বাদ দিয়ে দুটো বন্দুক রেখে তার উপর ল্যাপটপ রাখা শুরু করলো -- এখন ল্যাপটপ একদম cool ! অথচ আগে ওটাতে প্রায় ডিম পোচ করা যেতো। ওহ, বন্দুক মানে হচ্ছে অনেকগুলো কলম একটার পর একটা স্ট্যাক করে দুটো লম্বা লাঠির মত জিনিস -- সামনে থেকে দেখলে বন্দুকের নল মনে হয়।
যাকগে। সেদিন নেটে একজনের সাথে কথা বলছি, তার দেশে গরম সবে শুরু হয়েছে -- ল্যাপটপ ঠাণ্ডা করতে সে কার্ডবোর্ড বক্স পদ্ধতি প্রয়োগ করেছে : নিচ দিয়ে প্রচুর বাতাস যাতায়াতের সুযোগ থাকায় এখন তার ল্যাপটপ ঠাণ্ডা। (তারও মোটামুটি মেজাপুরটার মত একই ল্যাপটপ -- Dell Inspiron n5110 -- কেউ এইটা কিনবেন না, খুবই গরম !)
আমিও কুলিং প্যাড ত্যাগ করার সিদ্ধান্ত নিলাম -- কারণ এতে মানসিকভাবেই ল্যাপটপ ঠাণ্ডা হয়, বাস্তবে ল্যাপটপে আরো কিছু ধুলা ঢুকানো ছাড়া লাভ হয় না। আমার আইডিয়া মোটামুটি এরকম :
কয়েকটা সিডি রেখে তার উপর চারটা উঁচু পায়া বসিয়ে দেয়া, আর তার উপরে ল্যাপটপ থাকবে।
সিডি সংক্রান্ত অপ্রয়োজনীয় বর্ণনা : Ubuntu 10.04 এর ডিভিডি, নকিয়া এক্সপ্রেস মিউজক ফোনের সিডি, আর অন্যটা হলো কিউবি থেকে দেয়া ওদের কনসার্টের ডিভিডি। |
যা যা ব্যবহার করলাম :
১. কয়েকটা সিডি
২. পর্দার স্ট্যান্ড এর হোল্ডার
৩. ছয়-সাত মিলিমিটার ব্যাসের নরম প্লাস্টিক টিউব
৪. নষ্ট সাউন্ড বক্স এর নব
৫. সুপার গ্লু, এন্টি কাটার, কেচি, রুলার, সাইনপেন ইত্যাদি।
বানানোর পদ্ধতি :
এই জিনিসের সুবিধা হলো, নিজের ল্যাপটপের ভেন্ট অনুযায়ী বিভিন্ন পজিশনে পায়া লাগিয়ে নিতে পারবেন, অর্থাৎ -- কাস্টমাইজড হবে, আর নিজে বানানোর আনন্দও পাওয়া যাবে। :-)
আমার ল্যাপটপের মাঝের দিকে কোনো ভেন্ট নেই, একদম সামনে চিকন দুটো আছে, তাই আমার জন্য আয়তাকার হলেই সুবিধা হবে। ছবিতে দেখুন আমার বানানো ল্যাপটপ স্ট্যান্ড, পায়াগুলোর বর্ণনা পরে দিচ্ছি :
পায়া তৈরী :
পায়া বানানোটাই যা একটু ঝামেলা। ঘরের মধ্যে এদিক ওদিন অপ্রয়োজনীয় জিনিস খুঁজে দেখুন, আরো সহজ কোনো জিনিস পেয়ে গেলে তো হলোই। যেমন, আড়াই-দুই সেন্টিমিটার ব্যাসের সলিড কোনো টিউব / পাইপ / রড, যেটাকে এক ইঞ্চি উচ্চতায় কেটে চারটা পায়া বানানো যাবে। আমি তেমন কিছু পাই নি, সুতরাং জটিল পদ্ধতিতেই করতে হলো। পায়া তৈরীতে ব্যবহার করেছি পর্দার স্ট্যান্ডের স্ক্রু টাইপ হোল্ডার, ল্যাপটপ যেনো স্লিপ না করে সেজন্য নরম প্লাস্টিক টিউব, আর সাউন্ড বক্সের নব। পরবর্তী নয়টা ছবির বিশেষ বর্ণনার দরকার নেই, ক্যাপশন দেখলেই হবে :
২ ইঞ্চি লম্বা টিউব চার পিস নিয়েছি। |
সাউন্ড বক্সের নব এর দৈর্ঘ্যের সমান আট পিস নিয়েছি। দৈর্ঘ বরাবর প্রতিটা কেটেছি। |
প্রতিটা নব দুটো করে পিস দিয়ে আঠা ছাড়াই লাগিয়েছি। |
এর ফলে মেটাল আবরণ পরালে সেটা টাইট হবে। |
২ ইঞ্চি টিউব এভাবে ধরে তার উপরে পর্দার স্ট্যান্ড এর স্ক্রু-হোল্ডার চেপে বসিয়ে দিতে হবে। |
স্ক্রু-হোল্ডারকে নব এর উপরে মোটামুটিভাবে বসিয়ে দেয়া হয়েছে। |
সতর্কতার জন্য বের হয়ে থাকা অংশের কিছুটা সাবধানে এন্টি কাটার দিয়ে কেটেছি, যেনো পরবর্তীতে প্লেইন সারফেসে গ্লু করতে ঝামেলা না করে। |
একইভাবে বাকি তিনটা পায়া তৈরী করেছি। |
পায়াগুলোর নিচের দিক -- প্রতিটা রিম বরার সুপার গ্লু বসাতে হবে, সেজন্যে ফ্ল্যাট সারফেসের সাথে চেক করে নেয়া ভালো, উঁচু নিচু থাকলে প্রয়োজনে রেত দিয়ে ঘষে সমান করে নিতে হবে। |
বন্ধ থাকা অবস্থায় সমস্যা ছিলো না, কিন্তু লিড তোলার পর পিছন দিকটা ভারী হয়ে যায়, আর তাই গিয়েছে পড়ে। সুতরাং আরেকটা সিডি যোগ করতে হলো পিছনের অংশকে সাপোর্ট দেবার জন্য।
চতুর্থ সিডি, লিড তোলার পর ভারী অংশটাকে সাপোর্ট দেবার জন্য। (এটাই ফাইনাল।) |
পঞ্চম পায়ার ক্লোজ-আপ। |
আমার টেবিল :-D |
নূরে আলম
মার্চ ২৯, ২০১৩।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
[ব্লগে কমেন্ট পোস্ট করার পরও যদি না দেখায়, তাহলে দ্বিতীয়বার পোস্ট করার প্রয়োজন নেই। খুব সম্ভবত স্প্যাম গার্ড সেটাকে সরিয়ে নিয়েছে, আমি পাবলিশ করে দেবো।]