শিয়া-সুন্নি বিভেদ ও দ্বন্দ বহু পুরনো বিষয়। এই দ্বন্দ নিরসনে ইতিহাসে বহু দ্বীনি ব্যক্তিত্ব বৃহত্তর মুসলিম ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। বিপ্লবের পরপর ডা. জাকির নায়েকের ওস্তাদ আহমদ দীদাত ইরানের যান এবং সেখান থেকে ফিরে এসে শিয়া-সুন্নি ঐক্য ডায়লগে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন, যা আমি এক সপ্তাহ আগে অনুবাদ করে প্রকাশ করেছিলাম । যা-ই হোক, এই দ্বন্দ নিশ্চিতভাবেই মুসলমানদের জন্য একটি নেতিবাচক ও দুর্বলতার দিক। এমনকি তা অনেককে চরমপন্থার দিকেও নিয়ে গিয়েছে। আগে যেই শিয়া-সুন্নি দ্বন্দ আলেমসমাজ ও কতিপয় জানাশোনা ব্যক্তির মাঝে সীমাবদ্ধ ছিলো, বর্তমান সহজ তথ্যপ্রযুক্তির যুগে তা প্রায় সকল লেভেলে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে যে, একদল আরেক দলকে এমন অনেক অভিযোগ করছে, যেগুলো হয়তো শিয়া-সুন্নি উভয় আলেমই অগ্রহণযোগ্য বলে বাতিল করে দেবেন। তবে তথ্যের অবাধ প্রবাহের একটি সুবিধা হলো, এতে মিথ্যার প্রচার যেমন অতি সহজ, তেমনি একইভাবে মানুষের দ্বারে সত্যকে পৌঁছে দেওয়াও খুব সহজ। আমি ব্যক্তিগতভাবে শিয়া ও সুন্নি উভয়কেই মুসলিম ভাই বলে গণ্য করি। কিন্তু তাদের বৃহত্তর ঐক্যে পৌঁছানোর ব্যর্থতা, পরস্পর শত্রুতা ও প্রেজ...
At the end of my life, with just one breath left, if you come, I'll sit up and sing.
ei post!!!!!!
উত্তরমুছুনar eita porte gie amar obostha kahil:|
আসলে সাউন্ডক্লাউড এর সার্ভিস ট্রাই করে দেখলাম আরকি !
উত্তরমুছুনhmm.. emono dine take bola jay er shobgular moddhe shobcheye prio amar. :)
উত্তরমুছুনobossho ekhan theke besh koyekta gan age bhalomoto shunini.
এগুলোর মধ্যে আমার বেশি প্রিয় হলো - বঁধু কোন আলো লাগল চোখে, সেদিন দু'জনে আর এমনো দিনে তারে বলা যায়।
উত্তরমুছুনতুমি কোন কাননের ফূল - এই গানটাও ভালো লাগে, কিন্তু আব্বু যেইটা শুনত, সেটা ভালো লাগত না বলে ফাহমিদা নবীর কন্ঠেও অতটা ভালো লাগতে পারে না !
গান গুলো আমার বাবার মুখে এখনো শুনি তিনি মাঝে মাঝে আমাদের নিয়ে শুনান । আমারো গান গুলো অনেক ভালো লাগে
উত্তরমুছুন