সুফি ভাইয়েরা জানতে চেয়েছেন, আমি জামাত সাপোর্ট করি কিনা? #১/৬ . ছবিটা ২০১৬ সালের মে মাসের। জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় মানারাতের, যেখান থেকে আমি কম্পিউটার সায়েন্সে পড়েছি। বন্ধু আর জুনিয়রদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আমরা পাশ করে গেছি আরো দুই বছর আগে। হঠাৎ করে প্রক্টর স্যার আসলেন। দরজা খুলেই: "আপনি এখানে আসছেন কেন? বের হয়ে যান।" আমরা আদবের সাথে উঠে দাঁড়ালাম। জুনিয়ররা এহেন আচরণ দেখে কিংকর্তব্যবিমূঢ়। আমি কোনো বিতর্কে গেলাম না। বললাম, আচ্ছা, আমি কথা শেষ হলে চলে যাবো। স্যার দরজা খুলে ধরে থাকলেন: "না, এখনই বের হয়ে যান।" আমি সবাইকে সাথে নিয়ে বেরিয়ে আসলাম। জুনিয়ররা রাগে ফুঁসতে লাগলো: "ভাই আজকে আপনার সাথে এরকম করলো কালকে আমাদের সাথেও তো করবে!" আমি ওদেরকে শান্ত করলাম। বললাম, "না, আপনাদের সাথে এমনটা করবে না।" কেন? কারণ আমার 'আকিদা'। আমাকে তারা 'শিয়া' মনে করে। এবং ভয় পায় যে, আমি ভার্সিটিতে থাকলে জামায়াত-শিবিরের ছেলেদের 'আকিদা' চেইঞ্জ করে ফেলব। তাই জামায়াতের উপর মহল থেকে বিশেষ নির্দেশ এসেছিলো, আমাকে ক্যাম্পাসে অঘোষিতভাবে অ...
At the end of my life, with just one breath left, if you come, I'll sit up and sing.