রুক্ষ শুষ্ক মরু এলাকা জাজিরাতুল আরব। একেকটা পানির কূপ যেন স্বর্ণের খনি। প্রতিটা খেজুর গাছ, আঙ্গুর গাছ, ইত্যাদি অতি যত্নের সম্পদ। এমন দেশে ফলের বাগান থাকাটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আর এই সৌভাগ্যটা ছিল তৎকালীন ইহুদিদের। মদিনা থেকে ১৪০ কিলোমিটার মতন দূরে ফাদাক নামক জমিটা ছিল ইহুদিদের এক বিশাল সম্পদ; এই বাগানে ছিল প্রচুর খেজুর গাছ, আর অনেক পানির কূপ। একাধিক দূর্গ আর বাগান, শস্যক্ষেত মিলিয়ে ইহুদিরা উন্নত জীবন যাপন করত সেখানে। এলাকার নাম খাইবার। নবুওয়্যাতের ১৩ বছর পর মুহাম্মদ (সা.) মদিনায় হিজরত করে সেখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেন।এদিকে খাইবারের ইহুদিরাও তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। হিজরতের ৭ম বছরে তিনি খাইবার আক্রমণ করেন। একাধিক দূর্গ আর ফাদাকের মত বাগান আছে যেখানে। ইহুদিদের সবগুলি দুর্গের পতন হলো মুসলিম বাহিনীর হাতে, কিন্তু কামুস দুর্গের কাছে এসে মুসলমানেরা কিছুতেই পেরে উঠছিল না। এটা ছিল ইহুদিদের সবচে শক্তিশালী দূর্গ। দুই সপ্তাহের বেশি সময় ধরেও মুসলিম বাহিনী দূর্গ ভেদ করতে পারলো না। পতাকা নিয়ে হযরত আবু বকর গেলেন, ব্যর্থ হয়ে ফিরে এলেন। হযরত ওমর গিয়ে আরো কঠোর আঘাত হানলেন। তবু দুর্গ...
At the end of my life, with just one breath left, if you come, I'll sit up and sing.