সারকথা : " আপনি কি তাদেরকে দেখেননি , যারা দাবী করে যে , তারা বিশ্বাস করে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে এবং যা আপনার পূর্ববর্তীদের উপর অবতীর্ণ হয়েছে। ( কিন্তু ) তারা বিরোধের বিষয়ে বিচারের জন্য তাগুতের মুখাপেক্ষী হয় , যদিও তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে একে ( তাগুতকে ) প্রত্যাখ্যান করতে। পক্ষান্তরে শয়তান তাদেরকে প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায়। " ( – সূরা নিসা , ৪ : ৬০ ) আবদুল্লাহ ইউসুফ আলী : এখানে সাধারণ অর্থে সেসব মানুষকে বুঝানো হয়েছে , যারা নিজেদের হকপন্থী বলে দাবী করে , কিন্তু নিজেদের লাভের জন্য ন্যায়বিচারক নয় , এমন মানুষকে বিচারক মেনে নেয়। ইমাম খোমেইনী : স্বৈরাচারী সরকারের বিচারব্যবস্থা , নির্বাহী ও রাষ্ট্রের অন্যান্য অঙ্গ মিলেই হলো " তাগুত " । কারণ তারা শয়তানি আইন তৈরী , প্রয়োগ এবং তাকে বিচারব্যবস্থার ভিত্তি করার মাধ্যমে ঐশী বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এদেরকে অবিশ্বাস ( প্রত্যাখ্যান ) করতে আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন। ম ুহাম্মাদ বিন আবদুল ওহাব : তাগুত ৫ প্রকার , এর মাঝে এক প্রকার হলো আল্লাহর আইন বিরোধী অত্যাচারী শাসক। ( আলোচনাটিকে নিরপেক্ষ...
At the end of my life, with just one breath left, if you come, I'll sit up and sing.