সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই, ২০১০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

টরেন্ট ব্যবহার পদ্ধতি

টরেন্ট হল, সোজা ভাষায়, ফাইল ডাউনলোড করার একটা পদ্ধতি। আমি অনেকসময় ৭০০ মেগাবাইট সাইজের কিংবা ৯০০ মেগা কিংবা ১.২ বা ১.৪ গিগাবাইট সাইজের মুভি ডাউনলোড করি টরেন্ট দিয়ে। আমার নেট স্পীড 15-17 KBPS. ২৪ ঘন্টায় লোডশেডিং চলে ৬-৭ ঘন্টা। কিন্তু তারপরও, দুইদিনেই আমার একটা মুভি টরেন্ট দিয়ে ডাউনলোড করে দেখা শেষ হয়ে যায়। টরেন্ট ছাড়া কোনভাবেই দুইদিনে মুভি ডাউনলোড করে দেখা সম্ভব হত না! টরেন্ট আসলে একটা ফাইল শেয়ারিং সিস্টেম।